বিসমিল্লাহির রাহমানির রাহিম
"এসো সৃতির আঙ্গিনায়, মিলি প্রীতির বন্ধনে"
আশেক আলী খাঁন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিয় প্রাক্তন ছাত্র ছাত্রী ভাই বোনেরা,
আমাদের প্রাণের এই প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত প্রায় ৩,৮০০ (তিন হাজার আট শত) ছাত্র ছাত্রী শিক্ষা নিয়ে দেশ বিদেশে স্ব-স্ব কর্মক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন এবং রাখছেন। আপনারা হয়তো জেনে থাকবেন একদল প্রাক্তন ছাত্র ছাত্রী ১৯৮৪ সালে প্রথম স্বল্প পরিসরে এবং পর্যায়ক্রমে অতীতে বিভিন্ন সময়ে পুনর্মিলনীর আযোজন করেছিলেন। কিন্তু তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থ্যার অপ্রতুলতার জন্য অনেকেই অংশগ্রহন করতে পারেনি। পরবর্তীতে কর্মব্যস্ততা, পরিবেশ পরিস্থিতি ও সময় সুযোগের অভাবে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি। সময়ের পরিক্রমায় পুনর্মিলনের প্রচলন জনপ্রিয় হলে অনেকেই ব্যাচ ভিত্তিক সীমিত পরিসরে পুনর্মিলনের আয়োজন করেছেন। এবারই এক ঝাঁক তরুন প্রাক্তন ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফুর্ত উদ্যোগে ও কর্মতৎপরতায় এবং বয়োজ্যেষ্ঠ প্রাক্তন ছাত্র ছাত্রীদের অনুপ্রেরনায় আয়োজন হতে যাচ্ছে, শুরু থেকে আজ পর্যন্ত সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের পারষ্পরিক পরিচিত, ভাব বিনিময় ও সকলের প্রিয় বিদ্যালয়ের মধুময় দিনগুলির স্মৃতিচারণের উদ্দেশ্যে পুণর্মিলনী ২০২৫। আসুন আমরা সবাই মিলে ১৪৩২ বঙ্গাব্দের ১২ই পৌষ (২০২৫ খ্রিষ্টাব্দ, ২৭ই ডিসেম্বর) শনিবার এর রোধ মাখা শীতের দিনটিতে মিলিত হই সে আঙ্গিনায় যেখান থেকে শুরু হয়েছিল আমাদের আলোর পথ চলা, স্মরণ করি সেই দিনগুলির স্মৃতি যেখানে ছোট্ট মাঠে সবুজ ঘাসে বসে শিক্ষার পাঠ নিয়েছিলাম সুযোগ্য শিক্ষাগুরুদের থেকে, যারা এখনো স্মৃতি পাতায় দৃশ্যমান।
আল্লাহ্ ছোবহানাহুতাআলা আমাদের সহায় হোন।
আমিন ।
সংযুক্তি দেখুন...
“বিস্মিল্লাহির রহমানির রহিম” আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিয় প...