📅 Date: June 02, 2025
”বিস্মিল্লাহির রহমানির রহিম” আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিয় প্রাক্তন ছাত্র ছাত্রী বৃন্দ, পুনর্মিলনী -২০২৫ এর অনুষ্টান সূচী ও বিভিন্ন কাজের দায়িত্ব প্রাপ্তদের কাজের অগ্রগতি ও সমস্ত কাজের নিশ্চয়তা পর্যালোচনা করার জন্য আগামী শনিবার ৬ই ডিসেম্বর ২০২৫ইং তারিখ বিকাল ৪:০০ ঘটিকায় ১০/২/১, টয়েনবি সার্কুলার রোড, (মতিঝিল ইডেন মসজিদের দক্ষিন পাশ, নটরডেম কলেজ কালভার্ট এর কাছে) এর চতুর্থ (৪থ) তলায় একটি পরামর্শ সভার আয়োজন করা হইয়াছে। প্রাক্তন ছাত্র ছাত্রীদের প্রতি ব্যাচ থেকে কমপক্ষে একজন করে প্রতিনিধি উক্ত পরামর্শ সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল। উল্লেখীত বিষয়ে আলোচনার জন্য আগামী ১২ই ডিসেম্বর ২০২৫ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১০:০০ঘটিকায় অনুরুপ একটি সভা আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে (ছোট মাঠের পূর্ব পাশের নতুন ভবনে) অনুষ্টিত হইবে। ঐ সভায় প্রতি ব্যাচ থেকে কমপক্ষে দুই জন করে প্রতিনিধি উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল। আপনাদের পরামর্শ ও সহোযোগীতায় একটি সুন্দর, সফল ও আনন্দঘন পুনর্মিলনী অনুষ্টান হবে ইনশাআল্লাহ। ধন্যবাদান্তে, মোঃ ইলিয়াছ মজুমদার (ব্যাচ- ১৯৮১) আহবায়ক পুনর্মিলনী ২০২৫ আয়োজক কমিটি। বিস্তারিত জানতে ভিজিট করুনঃ- www.aakhsc-exstudent.com