📅 Date: June 02, 2025
“বিস্মিল্লাহির রহমানির রহিম” আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিয় প্রাক্তন ছাত্র ছাত্রী বৃন্দ, আপনারা এর মধ্যে অবগত হয়েছেন যে, আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী অনষ্ঠানের জন্য ২৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ দিন ধার্য্য করা হয়েছে। এই আয়োজনকে সুন্দর ও সার্থক করার জন্য আয়োজক কমিটি কর্তৃক ঢাকায় আবস্থান করা সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের মতামত ও পরামর্শ গ্রহনের জন্য আগামী ২৮ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ শনিবার বিকাল ৪:০০ ঘটিকায় ১০/২/১, টয়েনবি সার্কুলার রোড, (মতিঝিল ইডেন মসজিদের দক্ষিন পাশ, নটরডেম কলেজ কালভার্ট এর কাছে) এর চতুর্থ (৪থ)তলায় এক আলোচনা সভার আয়োজন করা হইয়াছে। উক্ত সভায় সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল। ধন্যবাদান্তে আয়োজক কমিটির পক্ষে এম এ মতিন মজুমদার ব্যাচ- ১৯৭৪