যে সকল প্রাক্তন ছাত্র ছাত্রী রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু এখনো পুনর্মিলনী ২০২৫ চাদা প্রদান করেন নাই তাদেরকে আগামী ১২ই ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে অনুরোধ করা গেল। স্বামী/স্ত্রী বা সন্তানদের রেজিষ্ট্রেশন করতে উল্লেখীত মোবাইল নাম্বারে যোগাযোগ করে আগামী ১৯ই ডিসেম্বর ২০২৫ইং তারিখের মধ্যে কুপন সংগ্রহ করতে অনুরোধ করা গেল। স্বামী/স্ত্রী এর জন্য চাদা-১০০০/- (এক হাজার) টাকা ও প্রতিসন্তানের জন্য ৫০০/- (পাঁচ শত) টাকা। প্রয়োজনে যোগাযোগঃ ০১৭৯০ ১৪০৭২৬, ০১৭১১ ১৫৭৯০২, ০১৮১৬৭০৯২০৫, ০১৬৮২৩৫০৮২০।

২৭ ডিসেম্বর, ২০২৫

00 বছর
-
00 মাস
-
00 দিন
-
00 সেকেন্ড
Bkash Merchant Account: 01636779751, 01621488675

Newsletter Details

আশেক আলী খাঁন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পিুনর্মিলনী – ২০২৫।

📅 Date: June 01, 2025

সূহৃদ প্রিয় প্রাক্তন ছাত্র ছাত্রী বৃন্দ, আস্‌সালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, আগামী ২৭ই ডিসেম্বর ২০২৫খ্রিষ্টব্দ, মোতাবেক ১২ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ রোজ শনিবার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের সূচনা লগ্ন থেকে (১৯৭১ – ২০২৪ সাল পর্যন্ত) অধ্যয়ন করা সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনের মাধ্যমে একটি দিনের জন্য ফিরে যেতে চাই আমাদের প্রিয় আঙ্গিনায় যেখানে স্মৃতি হয়ে আছে আমাদের শৈশব, কৈশোর ও যৌবনে শিক্ষা গ্রহনের মধুময় দিনগুলি। আমাদের প্রিয় আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ১৯৬৬ সালে এক মহান নক্ষত্র পুরুষ মরহুম আশেক আশেক আলী খান সাহেব এর হাত ধরে যাত্রা শুরু করেছিল উনার ছোট্ট বাংলো ঘরে বাড়ীতে। এই মহতী মানুষটি তৎকালীন চাঁদপুর মহকুমার প্রথম মুসলিম গ্রেজুয়েট এবং একজন সমাজ সেবক ও শিক্ষাণুরাগী। তিনি তৎকালীন সময়ে উচ্চ পদস্থ সরকারি চাকুরীর লোভনীয় সুযোগ গ্রহন করার পরিবর্তে শিক্ষা বিমুখ মানুষদেরকে শিক্ষায় উদ্বদ্ধ করে শিক্ষিত ও আলোকিত জাতি গঠনের লক্ষ্যে শিক্ষকতার মহান পেশাকে বেছে নিয়েছিলেন। তিনি দেশের অনেক প্রথিতযষা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা শেষে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিজ এলাকায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সর্বশেষ নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। সেই থেকে শুরু “আশেক আলী খান উচ্চ বিদ্যালয়। আজ তারই সূযোগ্য দেশ বরেণ্য উত্তরসূরীদের ঐকান্তিক প্রচেষ্টায় এখানে গড়ে উঠেছে সূরম্য অট্টালিকা, প্রশস্থ প্রান্তর, গাছে গাছালিতে আবৃত মাঠ যেখানে শিশু কিশোর, যুবকদের জ্ঞানের আলো আহরণের স্বতঃফূর্ত উম্মাদনা। উন্নীত হয়েছে উচ্চ বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে। আজই এইক্ষণে কৃতজ্ঞচিত্তে স্বরন করি সেই ক্ষণজন্মা মহাপুরুষকে ও পরিবারে সূহৃদ সদস্যগণকে যারা এই মহাব্রতকে বেগবান ও উন্নত করার অবদান রেখেছেন এবং রাখবেন। আরো স্মরণ করি সেই ব্যক্তি বর্গ ও শিক্ষকমন্ডলীদের যাদের সম্পৃক্ততায় মরহুম আশেক আলী খান সাহেব এই মহান কর্ম শুরু করে সমাজকে আলোকিত করেছিলেন। এই সকল ব্যক্তিত্যদের যারা পরলোকে চলে গেছেন তাদের জন্য দোয়া “রাব্বুল-আলামিন সবাইকে পরকালে মুক্তি দিয়ে উত্তম পুরস্কার দিন আর যারা বেঁচে আছেন তাদের সবাইকে কল্যাণ, সুখ-শান্তি ও উচ্চ মর্যাদা দান করুন। সূহৃদ প্রক্তন ছাত্র ছাত্রী ভাই বোনেরা, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ৩,৮০০ ছাত্র ছাত্রী এই বিদ্যালয় ও কলেজ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আপনারা হয়তো জেনে থাকবেন কিছু প্রাক্তন ছাত্র ছাত্রী ১৯৮৪ সালে প্রথম স্বল্প পরিষরে এবং পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে কয়েকবার পূনর্মিলনীর আয়োজন করেছিল। কিন্তু তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার জন্য বেশীর ভাগই অংশগ্রহন করতে পারেনি। পরবর্তী কর্মব্যস্থতা, পরিবেশ পরিস্থিতি ও সময় সুযোগের অভাবে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি। সময়ের পরিক্রমায় পুনর্মিলনীর প্রচলন বাড়তে থাকলে অনেকেই ব্যাচ ভিত্তিক সীমিত পরিসরে পূনর্মিলনের আয়োজন করেছেন। এবারই এক ঝাঁক তরুন প্রাক্তন ছাত্র ছাত্রীদের স্বতঃস্পুর্ত উদ্যোগে ও কর্মতৎপরতায় ও বয়োজেষ্ঠ প্রাক্তন ছাত্র ছাত্রীদের অনুপ্রেরনায় আয়োজন হতে যাচ্ছে শুরু থেকে আজ পর্যন্ত সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের পারস্পরিক পরিচিতি, ভাব বিনিময় ও সকলের প্রিয় বিদ্যালয়ের মধুময় দিনগুলির স্মৃতিচরনের উদ্দেশ্যে পূনর্মিলনী ২০২৫। আসুন আমরা সবাই মিলে ১৪৩২বঙ্গাব্দের ১২ই পৌষ (২৭ই ডিসেম্বর ২০২৫) শনিবার এর রোদ মাখা শীতের দিনটিতে মিলিত সে আঙ্গিনায় যেখান থেকে শুরু হয়েছিল আমাদের আলোর পথ চলা। স্বরন করি সেই দিনগুলির স্মৃতি যেখানে ছোট্ট আঙ্গিনার সুবুজ ঘাসে বসে পাঠ নিয়ে ছিলাম সে দিনের সেই সুযোগ্য শিক্ষাগুরুদের কাছে। আল্লাহ্‌ ছোবহানাহুতাআলা আমাদের সহায় হোক; আমিন।

📸 Newsletter Images