যে সকল প্রাক্তন ছাত্র ছাত্রী রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু এখনো পুনর্মিলনী ২০২৫ চাদা প্রদান করেন নাই তাদেরকে আগামী ১২ই ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে অনুরোধ করা গেল। স্বামী/স্ত্রী বা সন্তানদের রেজিষ্ট্রেশন করতে উল্লেখীত মোবাইল নাম্বারে যোগাযোগ করে আগামী ১৯ই ডিসেম্বর ২০২৫ইং তারিখের মধ্যে কুপন সংগ্রহ করতে অনুরোধ করা গেল। স্বামী/স্ত্রী এর জন্য চাদা-১০০০/- (এক হাজার) টাকা ও প্রতিসন্তানের জন্য ৫০০/- (পাঁচ শত) টাকা। প্রয়োজনে যোগাযোগঃ ০১৭৯০ ১৪০৭২৬, ০১৭১১ ১৫৭৯০২, ০১৮১৬৭০৯২০৫, ০১৬৮২৩৫০৮২০।
এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল প্রথম ঈদ পুনর্মিলনী ১৯৮৪ খ্রিষ্টাব্দে। পরবর্তীতে আশেক আলী খান স্মৃতি সংসদের ব্যানারে প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্দোগে আরো কিছু অনুষ্ঠান এর আয়োজন হয়েছিলে এই মাঠে। এই মাঠটিই আমাদের স্মৃতি বিজরিত মাঠ।